Karimganj College ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন
![]() |
Karimganj College |
Karimganj College news
শিক্ষকের দ্বারা ছাত্রীর শ্লীলতাহানির অভিযােগে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজ । শিক্ষককে ছাত্রীদের পেটাই এবং পরবর্তীতে জাতীয় সড়ক অবরােধ ।
পুলিশকে মৃদু লাঠি চালাতেও হয় ঘটনাকে নিয়ন্ত্রণে আনতে । অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলাও করেন এক ছাত্রী । ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজে অধ্যাপকের দ্বারা ছাত্রীদের । শ্লীলতাহানির অভিযােগে উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জ জেলার সদর ।
Karimganj College of Science teacher Parthasarathy Das
অভিযােগ মতে , কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থসারথি দাস বেশ কিছুদিন থেকেই কলেজের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন । শুধু তাই নয় , কলেজে পাঠদান করার সময় প্রায়ই তিনি ছাত্রীদের কাছ ঘেঁষে বসার চেষ্টা করতেন । শুক্রবারের ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে । কলেজের স্নাতক স্তরের এক ছাত্রী ওইদিন রাতে একটি টুকটুক করে নিজের বাড়িতে যাওয়ার পথে সেই টুকটুকে চড়ে বসেন শিক্ষক পার্থসারথি দাস । টুকটুকে বসে নিজের পরিচয় দিয়ে ছাত্রীটিকে নানা ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযােগ ।
শুক্রবার দুপুরে ছাত্রীটি কলেজে ওই শিক্ষককে পেয়ে ওই রাতের ব্যবহারের কারণ জানতে চাইলে বিবাদের সূত্রপাত হয় । ছাত্রীটির অভিযােগ মতে , সেই শিক্ষককে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন এবং তার হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন । এতে সে চিৎকার করলে আশপাশের অন্যান্য ছাত্র ছাত্রী রা ছুটে আসে ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে আঁচ করতে পেরে গা - ঢাকা দেন পার্থসারথি দাস । কিন্তু কিছু সময়ের মধ্যে ঘটনায় জেরে কলেজে উত্তেজনার সৃষ্টি হয় । কলেজের অন্যান্য ছাত্রীরাও ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অশ্লীল আচরণের অভিযােগ উত্থাপন করে কলেজ অধ্যক্ষের ।
দ্বারস্থ হয় । সে সময় পার্থসারথি দাস কলেজের একটি রুমের ভিতরে লুকিয়েছিলেন । উত্তেজিত পড়ুয়ারা তাকে বের করে দিতে অধ্যক্ষের কাছে জোরালাে দাবি তুলে । পরবর্তীতে রুমের ভিতরে ঢুকে অভিযুক্ত পার্থসারথিকে জুতাপেটা করে ছাত্রীরা । অন্যদিকে , কলেজে এমন কাজের প্রতিবাদ জানিয়ে তার উপযুক্ত শাস্তি দাবি করে কলেজের সামনে ১৩৭ নম্বর জাতীয় সড়কে অবরােধ গড়েতুলে পড়ুয়ারা ।
খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে ।
কলেজের ভিতরে সে ' সময় উত্তেজনাময় পরিস্থিতি থাকায় পুলিশ কলেজে প্রবেশ করে । কলেজে পুলিশের প্রবেশ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । খবর পেয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশসুপার ডাঃ দেবজিত দেবনাথ এবং ম্যাজিস্ট্রেট রাকেশ ডেকা ঘটনাস্থলে ছুটে যান ।
উত্তেজিত পড়ুয়াদের নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে । পুলিশের । কাছে ছাত্রীরা নিজেদের অভিযােগ তুলে ধরে । কলেজ ছাত্রীরা অভিযােগে জানায় , প্রতিনিয়ত নানাভাবে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করেন পার্থ । কেবল তাই নয় কলেজের কিছু ছাত্রীকে কোনও অজ্ঞাতকারণে পরীক্ষায় বেশি নম্বর দেন ।
বলে অভিযােগ । ক্লাসে থাকার সময় ছাত্রীদের বেঞ্চে বসে গা ঘেঁষে বসার চেষ্টা । করেন পার্থসারথি । তাছাড়া ছাত্রীদের মােবাইলে বিভিন্ন সময় ফোন করেও কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযােগ । ফলে এই অধ্যাপকের কলেজ থেকে বহিষ্কারের দাবি জানায় ছাত্রছাত্রীরা । পরবর্তীতে ম্যাজিস্ট্রেট রাকেশ ডেকা ও অতিরিক্ত পুলিশসুপার ঘটনার উপযুক্ত তদন্ত হবে বলে তাদের আশ্বাস দেন ।
Comments
Post a Comment