Hailakandi তে হজরত মোহাম্মদের জন্ম দিনের উপলক্ষে শান্তি যাত্রা, Skip to main content

Hailakandi তে হজরত মোহাম্মদের জন্ম দিনের উপলক্ষে শান্তি যাত্রা,

Hailkandi news :- সহযোগিতায় এগিয়ে আসায় জেলা প্রশাসনকে  ধন্যবাদ জানান মওলানা সারিমুল
ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ (স:) এর জন্মদিন সমগ্ৰ বিশ্বের মানব জাতির জন্য এক খুশির দিন এই দিনকে সবাই ঈদ হিসাবে পালন করেন। আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আরবের মক্কা শহরে  তৎকালীন সময়ের সম্রান্ত পরিবারে কোরেইশ বংশে চন্দ্রমাস রবিউল আউয়ালের ১২ তারিখে বিশ্ব মানবতার মুক্তির দিশারী হজরত মোহাম্মদ(স:) জন্মগ্ৰহণ করেন ।মোহাম্মদের মাতার নাম ছিল আমিনা ও পিতার নাম ছিল আব্দুল্লা মোহাম্মদ (স:) শৈশব কাল থেকেই তিনি গোটা জগতের কাছে প্রভুর প্রেরিত একজন মহামানব হিসাবে প্রস্ফুটিত হন। মোহাম্মদের আদর্শ দেখে সেসময়ে গোটা বিশ্বে অনেক লোকই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন।


তিনি শুধু মুসলমানদের নবী নন সৃষ্টি জগতের মধ্যে যাকিছু রয়েছে সকলের জন্য তিনি এক নিয়ামত স্বরূপ। তিনি সর্বদাই সত্য এবং শান্তির বাণী এই পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন, মোহাম্মদের আদর্শ দেখে অন‍্যান্য ধর্মাবলম্বীরাও শিক্ষা নিয়েছেন,হজরত মোহাম্মদ (স:) মুসলমানদেরকে অন্য ধর্মের প্রতিও ভালোবাসার নির্দেশ দিয়েছেন ।মাত্র ৬৩ বছর বয়সে তিনি প্রভুর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত‍্যাগ করেন ,বর্তমানে পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান আরবের মদিনা নগরের রওজা শরিফে স্বশরীরে শুয়ে রয়েছেন।বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে সমগ্ৰ বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে রবিবারে যথাযোগ্য মর্যাদায় হাইলাকান্দিতেও আনন্দের সহিত পালিত হয়।কার্যসূচির মধ্যে ছিল প্রথমে সকাল ৮-৩০ মিনিটের সময় উত্তর পূর্বাঞ্চল আহলেছুন্নতের মূখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক সাহেব আহলেছুন্নতের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন, সকাল ৯-১৫ মিনিটের সময় বিশাল শান্তি মিছিলের শুভারম্ভ হয় শহরের কাঠলিছড়া বাসটেন্ড থেকে,  ইসলামী বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে হাইলাকান্দি ডিএস এ ময়দানে গিয়ে উত্তর পূর্বাঞ্চল আহলেছুন্নতের মূখ্য উপদেষ্টা হজরত মওলানা সারিমুল হক সাহেবের মোনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্ত ঘটে। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমগ্ৰ দেশবাসীর কাছে শান্তির বার্তা ছড়িয়ে দেন মওলানা সারিমুল , মিছিল শেষে হাইলাকান্দি কাছারি মসজিদে গিয়ে মিলাদ শরিফ পাঠ করে বিশ্বশান্তি কামনায় মোনাজাত করেন উত্তর পূর্বাঞ্চল আহলেছুন্নতের প্রচার সম্পাদক আলহাজ্ব হজরত মওলানা ফয়েজ আহমেদ লস্কর ।


এরপর শহরের সিরাজ পট্টি সাইনিং জুনিয়র কলেজে জেলা কমিটির সভাপতি মওলানা আখতার হোসেন লস্করের সভাপতিত্বে জেলার বিভিন্ন স্থান থেকে আঘাত স্কুল ,কলেজ , মসজিদ মাদ্রাসা এবং মক্তবের ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানে জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি কর্তৃক এই বৎসরের ইসলামী মেধা যাছাই পরিক্ষায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বরাকের অন‍্যতম প্রতিবাদী কণ্ঠ বিশীষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ্ব কমরুল ইসলাম বড়ভূইয়া (মানিক) এআইইউডিএফের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্কর, জেলা আহলেছুন্নতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা, বাঙ্গালী ছাত্র ও যুব ফোরামের সভাপতি আলী হোসেন মীরা , রফি আহমদ মজুমদার সহ বিশীষ্টজনেরা।আজকের অনুষ্ঠানে অতিথিদের হাত ধরে জেলা কমিটি থেকে প্রকাশিত এই বৎসরের তোহফা ঈদে মিলাদুন্নবী" নামে ম‍্যাগাজিন বইটি উম্মোচন করা হয়। বিকাল চার ঘটিকা থেকে সিরাজ পট্টি মসজিদে হয় ওয়াজ ও দোয়া মাহফিল।

Comments