Silchar news today. গান্ধীবাগ রক্ষায় স্বাক্ষর অভিযানে সােমবার শিলচর রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে যান সপার্ষদ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ।
তাকে কাছে উৎফুল্লিত ছাত্রছাত্রীরা । গান্ধীবাগ রক্ষায় প্রাক্তন সাংসদ সুস্মিতার পাশে দাঁড়িয়ে স্বাক্ষর অভিযানে সামিল হন তারা । গান্ধীবাগ রক্ষায় আন্দোলনকে সমর্থন করে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে স্বাক্ষর প্রদান করতে দেখা যায় ।
উল্লেখ্য , শহরের একমাত্র ফুসফুস বলে বিদিত গান্ধীবাগ । সেখানে অ্যামিউজম্যান্ট পার্ক নির্মাণের নামে পাঁচতারা হােটেল এবং মার্কেট কমপ্লেক্স নির্মাণে এপিডিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শিলচর পুরসভা । এর প্রতিবাদে জনমত গড়তে স্বাক্ষর অভিযান শুরু করেছে কংগ্রেস । মূলত জেলা যুব কংগ্রেসই এই উদ্যোগ নিয়েছে । অগ্রণী ভূমিকায় রয়েছেন যুব কংগ্রেস সভাপতি জাবেদ আক্তার লস্কর ।
প্রাক্তন সাংসদ জানান, শিলচর পুর বোর্ড বিনোদন পার্ক বানালে তিনি এবং তাঁর দলের কোন সমস্যা নেই। সবাই আমোদ-প্রমোদের একটা জায়গা পাবে, সেটা তো ভালো কথা। ” কিন্তু তারা এটা শিলচর শহর এলাকার বাইরে কোথাও বানাক। আমরা ছাত্র-ছাত্রীদের বোঝাতে চেষ্টা করছি কিভাবে গান্ধীবাগের সবুজ ধ্বংস করে হোটেল, বার, মল তৈরী করার প্রয়াস হচ্ছে, যা প্রকৃতিকে ধ্বংস করার নামান্তর।
তিনি রামানুজ বিদ্যামন্দিরের ছাত্রদেরকে এই স্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান। “আমরা আগে কাছাড় কলেজে ও এই স্বাক্ষর অভিযান করেছি এবং আমাদের ইচ্ছা আছে প্রতিটি স্কুল কলেজে যাওয়ার। আমরা আশা করছি এই ভাবে আমরা শিলচর পুরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হব” জানান তিনি।
তাকে কাছে উৎফুল্লিত ছাত্রছাত্রীরা । গান্ধীবাগ রক্ষায় প্রাক্তন সাংসদ সুস্মিতার পাশে দাঁড়িয়ে স্বাক্ষর অভিযানে সামিল হন তারা । গান্ধীবাগ রক্ষায় আন্দোলনকে সমর্থন করে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে স্বাক্ষর প্রদান করতে দেখা যায় ।
উল্লেখ্য , শহরের একমাত্র ফুসফুস বলে বিদিত গান্ধীবাগ । সেখানে অ্যামিউজম্যান্ট পার্ক নির্মাণের নামে পাঁচতারা হােটেল এবং মার্কেট কমপ্লেক্স নির্মাণে এপিডিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শিলচর পুরসভা । এর প্রতিবাদে জনমত গড়তে স্বাক্ষর অভিযান শুরু করেছে কংগ্রেস । মূলত জেলা যুব কংগ্রেসই এই উদ্যোগ নিয়েছে । অগ্রণী ভূমিকায় রয়েছেন যুব কংগ্রেস সভাপতি জাবেদ আক্তার লস্কর ।
প্রাক্তন সাংসদ জানান, শিলচর পুর বোর্ড বিনোদন পার্ক বানালে তিনি এবং তাঁর দলের কোন সমস্যা নেই। সবাই আমোদ-প্রমোদের একটা জায়গা পাবে, সেটা তো ভালো কথা। ” কিন্তু তারা এটা শিলচর শহর এলাকার বাইরে কোথাও বানাক। আমরা ছাত্র-ছাত্রীদের বোঝাতে চেষ্টা করছি কিভাবে গান্ধীবাগের সবুজ ধ্বংস করে হোটেল, বার, মল তৈরী করার প্রয়াস হচ্ছে, যা প্রকৃতিকে ধ্বংস করার নামান্তর।
তিনি রামানুজ বিদ্যামন্দিরের ছাত্রদেরকে এই স্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান। “আমরা আগে কাছাড় কলেজে ও এই স্বাক্ষর অভিযান করেছি এবং আমাদের ইচ্ছা আছে প্রতিটি স্কুল কলেজে যাওয়ার। আমরা আশা করছি এই ভাবে আমরা শিলচর পুরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হব” জানান তিনি।
Comments
Post a Comment