Silchar news btn Barak Education Hub is Gold: Aminul today news

Silchar news btn  Barak Education Hub is Gold: Aminul  todaynews
Silchar news

বরাকের এডুকেশন্যাল হাব হলো সোনাই : আমিনুল
কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সমাজদরদী এনজিওর


Silchar news paper

সােনাই , ৭ জুলাই গােটা বরাক উপত্যকার মধ্যে সােনাই কেন্দ্রকে এডুকেশন্যাল হাব বলে সম্বােধন করলেন সােনাইর বিধায়ক আমিনুল হক লস্কর । রবিবার সােনাইর ময়ীনুল হক চৌধুরী প্রেক্ষাগৃহে সমাজদরদী এনজিও ' র উদ্যোগে আয়ােজিত কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি সােনাইবাসীকে । এভাবে সম্বােধন করে বিধায়ক লস্কর বলেন বরাকের পনেরােটি কেন্দ্রের মধ্যে কোনও স্থানে এত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই যেভাবে সােনাইয়ে সব উচ্চশিক্ষার সুযােগ রয়েছে ।

Silchar news today

Silchar news today

তিনি  বলেন , মেডিক্যাল কলেজ হাসপাতাল , ভেটেনারি কলেজ এনআইটি , আসাম বিশ্ববিদ্যালয়ের মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলাে সােনাই কেন্দ্রে রয়েছে । তিনি বলেন সােনাইর মেধাবী ছাত্রছাত্রীরা সুযােগকে কাজে লাগিয়ে সােনাইয়ের সামাজিক - অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা নিতে পারেন । বিধায়ক বলেন , আমি এত বেশি শিক্ষিত নই তবু শিক্ষার প্রতি বেশি দরদ রয়েছে কারণ শিক্ষা না থাকলে সামাজিক উন্নয়ন সম্ভব নয় । তাই তিনি বিধায়ক হয়ে শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানান । সােনাইয়ে মহিলা মডেল কলেজ কাজিডহরে , নবােদয় বিদ্যালয়ের আদলে মহিলা আবাসিক স্কুল দক্ষিণ মােহনপুরে মঞ্জুর হয়েছে । আগামী কয়েক দিনের মধ্যে শিলান্যাস করা হবে এছাড়া , সােনাইর শিক্ষাপ্রতিষ্ঠানগুলাের

silchar news Bangla

Silchar news bangla


পারকাঠামােগত ভনয় পরিকাঠামােগত উন্নয়নে তিন বছরে ১৪ কোটি টাকা মঞ্জুর করেছি । প্রাথমিক স্তরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আমাদের সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভরিষ্যৎ কামনা করে শিক্ষার প্রসারে সমাজদরদী এনজিও দুই শতাধিক সংবর্ধনা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন বিধায়ক । শিক্ষাবিদ রফিক উদ্দিন বড়ভূইয়ার পৌরােহিত্যে অনুষ্ঠিত সভায় সােনাই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা কমর উদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রছাত্রীদের ডাক্তার , ইঞ্জিনিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আদর্শ ও চরিত্রবান মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন । সােনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ তজমুল আলি মজুমদার শিক্ষার প্রসারে তার উদ্যোগের কথা ব্যক্ত করে বলেন , সােনাইয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে এম সি ডি কলেজ , ইংরাজি শিক্ষার লক্ষ্যে সােনাই হলি লাইট , বেসরকারি বিদ্যালয় , এস , সি রায় বালিকা বিদ্যালয় সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের

News from Silchar 

পরিশ্রমের ফসল হিসাবে আজ সুনাম অর্জন করছে । এছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সচিব নীলমােহন দাসলস্কর , সােনাই পুরসভার চেয়ারম্যান আনােয়ার হােসেন লস্কর , ওয়ার্ড কমিশনার আজাদ হােসেন লস্কর , সাতকরাকান্দি জিপির সভাপতি মকসুস আহমেদ লস্করসহ বিশিষ্ট শিক্ষাবিদ , গুণীজনরা উপস্থিত ছিলেন । এর আগে অরূপ চৌধুরী ( মান্না ) স্মৃতিমঞ্চে মাধ্যমিক , উচ্চমাধ্যমিক জুনিয়র কলেজ স্তরে রাজ্যিক পর্যায়ে কৃতী ছাত্র জাইদুল ইসলাম আহমেদ , বৃন্দা রায় , ডেইজি পাঠক , অসীম সরকার সহ ডিস্টিংশন , স্টার মার্কস , লেটার মার্কস প্রাপ্ত দুইশত মেধাবী ছাত্রছাত্রীকে সম্মাননা জানানাে হয় । উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান হয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন এনজিও ’ র সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর ।


বাংলা সম্পর্কিত পোস্ট পড়বেন :-Comments