Karimganj lamajuyare saraka durghatana Dead 1 ahata sisu - saha 3 mahila

Karimganj lamajuyare saraka durghatana Dead 1 ahata sisu - saha 3 mahila
News Karimganj
Karimganj সড়ক দুর্ঘটনা হত এক , আহত শিশু - সহ তিন মহিলা

Karimganj
, ৩০ জুন ( সংবাদ সংস্থা ) : করিমগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা । এবার জেলার লামাজুয়ারের ৬ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা । দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু । নিহত টেম্পাে চালক আনােয়ার হােসেন লস্কর ( ২২ ) কে শনাক্ত করেছেন
স্থানীয়রা । অন্যদিকে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক শিশু - সহ তিন মহিলা । তাঁদের শ্রীগৌরী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গেছে , রবিবার বদরপুর । থেকে Karimganj আসছিল
যাত্রীবােঝাই ডিজেল চালিত একটি টেম্পাে ( এপি ) । লামাজুয়ার এলাকায় দ্রুতগামী এনএল ০১ ৪৫৮৫ নম্বরের একটি ট্রাক এসে এপি - র পিছন দিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে । ধাক্কায় এপিটি যাত্রীদের নিয়ে রাস্তা থেকে

Karimganj লামাজুয়ারে সড়ক
প্রায় দশ ফুট নীচে পড়ে যায় । ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত থেকে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান । অন্যদিকে এপির নীচে চাপা পড়া তার চালক জনৈক আনােয়ার হুসেনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় 

Karimganj অসামরিক হাসপাতালে । কিন্তু কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘােষণা করেন । এদিকে শ্রীগৌরী সরকারি হাসপাতালে ভর্তি করে যাদের চিকিৎসা চলছে যইজুননেসা বেগম ( ৫০ ) , সঈদা বেগম ( 9 ) এবং সুখরানা বেগম ( ২০ ) এর । অন্যদিকে ঘাতক ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে ওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি । বদরপুর থানার পুলিশ তাকে আটক করেছে । উল্লেখ্য , গতকাল শনিবারও 

Karimganj জেলার পাথারকান্দি থানার অন্তর্গত দেওলাখাল এলাকায় এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে এক নাবালক এবং দুই মহিলা ছিলেন । একই ঘটনায় আরও জন যাত্রী আহত হয়েছিলেন । তাদের মধ্যে আটজনের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে । 

বাকিদের Karimganj সিভিল হাসপাতালে । এর মধ্যে তিনজনকে Karimganj হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে ।Comments