Karimganj সড়ক দুর্ঘটনায় নিহত বাইক চালক আজকের তাজা খবর Skip to main content

Karimganj সড়ক দুর্ঘটনায় নিহত বাইক চালক আজকের তাজা খবর

Karimganj সড়ক দুর্ঘটনায় নিহত বাইক চালক আজকের তাজা খবর

Karimganj online

করিমগঞ্জে বাইক ও স্কোরপিও মুখোমুখি সংঘর্ষে , হত বাইক চালক

 করিমগঞ্জ , ১৩ জুলাই : করিমগঞ্জের লামাজোয়ার এলাকায় । জাতীয় সড়কে ঘটল এক ভয়ংকর পথ দুর্ঘটনা । ৬ নম্বর জাতীয় সড়কের উপর । শনিবার সকালে সংঘটিত এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছে বাইকচালক । পাশাপাশি বাইকের আরােহী গুরুতর আহত হয়েছে । প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে । দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে ।

Karimganj


 ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পেয়েছে । জাতীয় সড়কের উপর সংঘটিত দুর্ঘটনা বেশ ক ' টি প্রাণ কেড়ে নিয়েছে । এই তালিকায় যুক্ত হল অপর এক নাম । শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ লামাজোয়ার এলাকায় বাইক ও গাড়ির মুখােমুখি সংঘর্ষে অকুস্থলেই মৃত্যু হয়েছে সপ্তর্ষি রায় ( ২৩ ) ওরফে দেবা নামের এক যুবকের ।


 পাশাপাশি গুরুতর আহত হয়েছে । অনুপ নাথ ( ২২ ) নামের অপর এক যুবক । মৃত যুবকের বাড়ি করিমগঞ্জ শহরের রায়নগর এলাকায় এবং আহত যুবকের বাড়ি শহরের সুভাষনগর রােডে ।  এদিন সকালে বন্ধু অনুপকে সঙ্গে নিয়ে সে নিজস্ব কাজে কাছাড় জেলার উধারবন্দে যাচ্ছিল ! লামাজোয়ার এলাকায় করিমগঞ্জ অভিমুখে আসা AS 11 09 B 3999  নম্বরেরএকটি স্কোরপিও গাড়ির সঙ্গে মুখােমুখি সংঘর্ষ হয় দেবার । As 11  N 0583 নম্বরের বাইকের । এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সপ্তর্ষি ওরফে দেবার । তার আরােহী বন্ধুও গুরুতর আহত হয় । স্থানীয়রা ঘটনার সঙ্গে সঙ্গে আহত যুবককে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠান । প্রত্যক্ষদর্শীদের মতে বাইক ও গাড়ি উভয়ের মাত্রাতিরিক্ত দ্রুতগতির ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে ।


 খবর পেয়ে বদরপুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে । গাড়ি দু ' টি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় এবং মরদেহ করিমগঞ্জ সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । এদিকে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত দেবার দুর্ঘটনায় মৃত্যুর খবর দ্রুত চাউর হলে প্রায় শতাধিক যুবকের ভীড় জমে করিমগঞ্জ সরকারি হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের মানুষের কাছে সমঝে দেওয়া হয় অন্যদিকে আহত অনুপের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে । এই মর্মান্তিক ঘটনায় শহরজুড়ে শােকের ছায়া নেমে এসেছে

Comments