News from silchar রমজানের শেষ জুম্মায় পশ্চিম silchar প্রতিটি মসজিদে মানুষের ঢল ।

রমজানের শেষ জুম্মায় পশ্চিম silchar প্রতিটি মসজিদে মানুষের ঢল news from. 


news from silchar.
শেষ জুম্মায় মুসল্লিদের ভিড় মসজিদে ।

News from silchar 

আব্দুস সুবহান লস্কর , কাটিগড়া , ৩১ । মে : আল্লাহর উপাসনায় মসগুল থাকার জন্য বাড়ি - ঘর ছেড়ে এই পবিত্র মাস মসজিদকে ঠিকানা বানিয়ে দেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা । পবিত্র রমজান মাসের আজ আখেরি জুম্মায় পশ্চিম শিলচর সহ কালাইন , কাটিগড়ার মসজিদে মসজিদে উপচে পড়া ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে জুম্মার নামাজ আদায় করা হয় । জুম্মার নামাজ আদায়ে গােটা মসজিদে স্থান সংকুলান হয়নি । অধিকাংশ মসজিদের ভিতর - বাইর । ছাড়াও সংশ্লিষ্ট মাঠে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে । নামাজের আগে জামে মসজিদগুলাের দায়িত্বপ্রাপ্ত ইমামরা ধর্মীয় দিক নিয়ে বিশদ আলােচনা করেন । ধর্মীয় পণ্ডিতরা রমজানের ত্যাগের কথা । তুলে ধরে নিয়মিতভাবে নামাজ পাঠের উপর গুরুত্ব আরােপ করেন । সর্বাবস্থায় শান্তি - সম্প্রীতি অক্ষুন্ন । রেখে চলার জন্য আহ্বান রাখেন ।

News from silchar 


সর্বশান্তি - সম্প্রীতি - সৌভ্রাতৃত্বের পরিবেশ রমজান মাসে পরিলক্ষিত হয় । এই মহান পবিত্র মাসটির অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা । পশ্চিম শিলচরের প্রতিটি জামে মসজিদে জুম্মার নামাজের আগে ধর্মীয় পণ্ডিতরা এই পুণ্যময় মাস ও শবে কদর নিয়ে বিশদ আলােচনা করেন । জুম্মার পর মসজিদে মসজিদে মানবজাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করে আল্লাহর কাছে করজোড়ে প্রার্থনা । করেন । বিশেষ করেফিত্না জাকাতের শারিয়তি মূল বিধান অক্ষুন্ন রাখার ব্যাপারে । | পণ্ডিরা বলেন , ফিত্রা জাকাত কোনটাই গরিবের প্রতি ধনীর অনুগ্রহ নয় এবং ভিক্ষাও নয় । দুটিই গরিবের হক বা অধিকার । ধনীদের বাধ্যতামূলক তা আদায় করতে হয় ।বাংলা সম্পর্কিত পোস্ট পড়বেন :-